ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়েছে যুক্তরাষ্ট্রে

সূর্যের আলোকে অধিক সময় কাজে লাগানোর অভিপ্রায়ে শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছে।

অর্থাৎ রোববার ভোর রাত থেকে শুরু হয়েছে ‘ডে লাইট স্যাভিঙ টাইম’।

এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

এরফলে নিউইয়র্কে যখন বেলা ১২টা বাজবে, ঢাকায় তখন রাত ১০টা হবে।

দিনের আলো ব্যবহারের জন্য এই ব্যবস্থা।

এসএইচ-১১/১৪/২১ (অনলাইন ডেস্ক)