ফোন করে ‘ফ্রি বিরিয়ানি’ চাইলেন পুলিশ কর্মকর্তা

পুলিশ বিভিন্ন দোকান থেকে মাসোহারা তোলার রেকর্ড আছে বিভিন্ন দেশেই। এবার ভারতে এমন কাণ্ড ঘটল যা শুনে হাসবেন যে কেউ।

ভারতের পুনে’র এক ডেপুটি কমিশনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিরিয়ানির দোকান থেকে ফ্রি বিরিয়ানি দাবি করার। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

জানা যায়, ওই মহিলা তার নিজের এখতিয়ারে থাকা এলাকার একটি বিরিয়ানির দোকানে ফোন করে সেখান থেকে ফ্রি বিরিয়ানি চান।

ভাইরাল হওয়া অডিওক্লিপে শোনা যায়, ওই ডিএসপি জানতে চেয়েছেন কোন কোন দোকানে আমিষজাতীয় খাবার পাওয়া যায়। এরপর তাকে অধস্তন কর্মীরা জানান সদাশিব এলাকার একটি দোকানের কথা যেখানে ভালো মাটন বিরিয়ানি পাওয়া যায়।

পরে সেখানে ফোন করে বলেন, আমাদের এলাকায় দোকান, পয়সা দেওয়া কি উচিত আমাদের!

এই অধঃপতনের ঘটনায় বেশ ভালোভাবেই নড়ে উঠেছে প্রশাসন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে বলেন, এটা মারাত্মক ব্যাপার। আমি পুলিশ কমিশনারকে বিষয়টি তদন্ত করতে বলেছি। উনি রিপোর্ট করলেই রাজ্য সরকার ওই অফিসারের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, ক্ষমতার এমন অপব্যবহার করে অন্যায় সুবিধা নিতে পারেন না একজন পুলিশ কর্মকর্তা।

এসএইচ-১০/৩১/২১ (অনলাইন ডেস্ক)