ছাগলের দুধ খাচ্ছে শুভ্রার প্রথম শাবককে

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘিনী ‘শুভ্রা’ প্রথম শাবক প্রসব করেছে। তবে মা গ্রহণ না করায় মেয়ে শাবকটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের আদর যতেœ বড় হচ্ছে। খাওয়ানো হচ্ছে ছাগলের দুধ।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আমাদের সময়কে বলেন, গত ২৬ আগস্ট ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-শুভ্রা দম্পতির ঘরে জন্ম নেয় শাবকটি। শুভ্রার হিংস্র আচরণের কারণে রাতেই মায়ের কাছ থেকে আলাদা করে শাবটিকে নিজের হেফাজতে নিয়ে নিই। বর্তমানে শাবকটি অনেকটা সুস্থ আছে।

জানা যায়, ২০১৮ সালের ১৯ আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছিল সাদা বাঘ শুভ্রা। এ নিয়ে চারদিকে হইচই পড়ে গিয়েছিল। ঠিক তিনবছরের মাথায় মা হলো শুভ্রা। তবে দর্শনার্থীসহ সম্ভাব্য নানা ধরনের ভিড়ের ভয়ে শুভ্রার সন্তান প্রসবের তথ্যটি এতদিন গোপন রেখেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এর আগে, গত বছরের ১৪ নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে জন্ম নিয়েছিল তিন শাবক। এর মধ্যে পরদিন একটি শাবক এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়। মুমূর্ষু অবস্থায় থাকা আরেকটির প্রাণ রক্ষায় নিজের হেফাজতে নেন ডা. শাহাদাত হোসেন শুভ। ওই সময় ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় প্রায় নিশ্চিত হয়ে এসেছিল।

ডা. শুভ তখন বাঘের ছানাটির নাম রেখেছিলেন ‘জো বাইডেন’। চিড়িয়াখানার কর্মীরা দুধ খাইয়ে, নিবিড় পরিচর্যা করে, পেলে-পুষে বাঘের ছানাটিকে বাঁচিয়ে তোলেন। সাড়ে পাঁচ মাস পর গত ২১ এপ্রিল জো বাইডেন নামের বাঘের ছানাটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়। শুভ্রার জন্ম দেওয়া মেয়ে শাবকটিও বড় হলে খাঁচায় ছেড়ে দিতে ৫ থেকে ৬ মাস লাগবে বলে জানান শাহাদাত হোসেন শুভ।

শুভ্রা কেন সন্তানকে গ্রহণ করেনি জানতে চাইলে ডা. শুভ বলেন, চিড়িয়াখানা ও সাফারি পার্কে বাঘের সন্তান জন্মের পর সাধারণত এ আচরণটি চোখে পড়ে। অনেক সময় তারা সন্তানকে গ্রহণ করে না, দুধও দেয় না। ক্ষেত্রবিশেষে শত্রুজ্ঞানও করতে শুরু করে। এ সময় বাঘিনী খুবই রেগে থাকে। এর আগে জয়ার তিন সন্তান জন্মের পরও একই ঘটনা দেখা গেছে। তবে পরী নামের অপর বাঘিনী ছয়টি সন্তান দিয়েছে তিন বছরে, সেগুলোকে মমতা দিয়ে বড়ও করেছে, দুধ খেতে দিয়েছে।

বৃৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখাায় গিয়ে দেখা যায়, সাদা বাঘিনীর জন্ম দেওয়া মেয়ে শাবকটি গায়ের রঙ স্বাভাবিক বাঘের মতোই। গায়ে ডোরাকাটা। মাথার দিকে এখনো লোম পরিপূর্ণ হয়নি। বাচ্চাটি বারবার মায়ের মমতার জন্য অসহায়ভাবে চিৎকার করছিল। বাচ্চাটির ওজন প্রায় দুই কেজি।

জানা যায়, নতুন শাবসসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা ১০টি। এর মধ্যে দুটি পুরুষ, অন্যগুলো মেয়ে। ১০ বাঘের মধ্যে ছয়টির নাম আছে। নামগুলো হলো- রাজ, পরী, শুভ্রা, করোনা, জয় ও জো বাইডেন। নতুন বাচ্চাটির এখনো কোনো নাম দেওয়া হয়নি।

এসএইচ-০৮/১৭/২১ (অনলাইন ডেস্ক)