বিজ্ঞাপনে কাবার সাবেক ইমাম

একটি অনলাইন গেমের প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শায়খ আদেল আল কালবানি।

গালফ নিউজ জানায়, ‘ফিল্ড কমব্যাট’ নামের ওই গেমের প্রমোশনাল ভিডিওতে তাকে দেখা যায়। এসময় তার পরনে ছিল সামরিক ইউনিফর্ম। পেছনে অন্যান্য তারকারাও ছিলেন। ২০২১ সালে গেমটির নতুন সিজনের শুরু উপলক্ষে এই ভিডিওটি বানানো হয়েছে।

পোস্ট করার পর থেকে ভিডিওটি ৫ মিলিয়নেরও বেশি দেখা হয়েছে।

এই ঘটনায়, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান ​তুর্কি আল শেখ টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন। এরপর থেকেই বিতর্কের শুরু।

এদিকে কালবানি নিজেও ভিডিওটি আপের পর ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, ‘আপনি কি মনে করেন, আমি হলিউডে যেতে পারবো?’

কমেন্টে জিইএ’র চেয়ারম্যান তুর্কি আল শেখ লিখেছেন, ‘হ্যাঁ প্রিয়, আমি মনে করি আপনি যেকোনো কিছুতেই এগিয়ে যাবেন।’

তবে অনেকে তার কঠোর সমালোচনা করেছেন। একজন লিখেছেন, এটা আল্লাহর নির্দেশ এবং নবীর দেখানো পথের বিরুদ্ধে। আরেকজন বলেন, উনার মত একজন রোল মডেলের এমন কাজ করাটা কি ঠিক হয়েছে?

শায়খ আদিল আল কালবানি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইমাহ থেকে আগত একজন দরিদ্র অভিবাসীর পুত্র।

যিনি ১৯৫০ এর দশকে সৌদি আরব এসেছিলেন। তার বাবা সরকারী ক্লার্কের কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থার কারণে আল-কালবানি উচ্চ বিদ্যালয় শেষ করে সৌদি আরব এয়ারলাইন্সে চাকরি নিয়েছিলেন, যেখানে কিং সউদ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন ক্লাসে অংশগ্রহণ করেন।

তার কণ্ঠে পবিত্র কোরআনের প্রাণ জুড়ানো তেলাওয়াতের ভিডিও ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে।

এসএইচ-০৪/২৩/২১ (অনলাইন ডেস্ক)