২০তলা থেকে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা!

বারান্দায় কাপড় মেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ২০তলার বারান্দা থেকে পড়ে যান এক বৃদ্ধা। কিন্তু সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ৮২ বছরের ওই বৃদ্ধা।

পড়ে যাওয়ার পর ১৯তলার বারান্দার রেলিংয়ে লাগানো র‍্যাকে তার পা আটকে যায়। রেলিংয়ে আটকে ওই বৃদ্ধার উল্টো হয়ে ঝুলে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংজুতে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলিমেইলের প্রতিবেদনে জানা যায়, বৃদ্ধা ২০তলা থেকে পড়ে যাওয়ার পর ১৯তলার বারান্দার র‌্যালিংয়ে লাগানো র‍্যাকে তার পা আটকে যায়। এ সময় তার মাথা, বাহু আর শরীরের উপরের অংশ ১৮তলায় ঝুলতে থাকে।

উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীদের একটি দল ১৯তলায় তার পায়ের কাছে অবস্থান করছিলেন। আরেক দল ১৮তলায় তার শরীরে দড়ি বেঁধে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

এই ঘটনায় ওই বৃদ্ধা ভয় পেলেও গুরুতর কোনো আঘাত পাননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওই বৃদ্ধাকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দক্ষতার সঙ্গে বৃদ্ধাকে উদ্ধার করার জন্য নেটিজেনরা দমকল বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন।

এসএইচ-০৬/২৬/২১ (অনলাইন ডেস্ক)