যৌন সম্পর্কের বিনিময়ে ছাত্রীদের ভালো নম্বর, শিক্ষকের সাজা

ভালো নম্বর দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে এক শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছে মরক্কোর একটি আদালত। দেশটিতে এ ঘটনায় প্রথমবারের মতো কোনো শিক্ষক সাজা পেলেন।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি পশ্চিম মরক্কো থেকে ৭০ কিলোমিটার দূরে কাসাবলাঙ্কা হাসান আই ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক।

হোয়াটসঅ্যাপ এ দেয়া ছাত্রী-শিক্ষকের ওই ম্যাসেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যাসেজে শিক্ষক ওই ছাত্রীকে লিখেন, তুমি যদি ভালো নম্বর পেতে চাও তাহলে আমার সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে হবে।

গত মাসের শেষের দিকে ওই ম্যাসেজ ভাইরাল হয়ে যায়। যৌন নির্যাতন, লিঙ্গ বৈষম্য এবং নারীর প্রতি বৈষম্যের অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে গ্রেফতার করা হয়।

এর আগেও মরক্কোতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। কিন্তু প্রমাণ করা না থাকায় খালাস পান তিনি।

দেশটির অধিকারকর্মীরা বলছেন, মরক্কোতে প্রচুর যৌন নির্যাতনের ঘটনা ঘটে। কিন্তু এসব ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয়। প্রতিশোধ বা পরিবারের ক্ষতি হতে পারে- এই ভয় থেকে এসব ঘটনা ধামাচাপা দেওয়া হয়।

এসএইচ-০৮/১৩/২২ (অনলাইন ডেস্ক)