চা-নাস্তা না দেওয়ায় ছেলের বউকে গুলি

ভারতের মহারাষ্ট্রের থানে শহরে চা-নাস্তা না দেওয়ায় ছেলের বউয়ের ওপর গুলি চালিয়েছেন এক শ্বশুর। এতে পেটে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন ওই নারী।

থানের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত শ্বশুরকে এখনও আটক করা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, সকালে চায়ের সঙ্গে নাস্তা না দেওয়ায় পুত্রবধূর ওপর ক্ষেপে যান শ্বশুর কাশীনাথ পান্ডুরং পাটিল (৭৬)। এরপর নিজের রিভলবার বের করে পুত্রবধূর ওপর গুলি চালান তিনি। গুরুতর আহতাবস্থায় পরিবারের অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে সন্তোষ ঘাটেকার নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত কাশীনাথ পান্ডুরং পাটিল পালিয়ে যান।

কর্মকর্তা আরও জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের চেষ্টা) এবং ৫০৬ ধারার (ভীতি প্রদর্শন) পাশাপাশি অস্ত্র আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন কাশীনাথের আরেক পুত্রবধূ।

এসএইচ-২৬/১৫/২২ (অনলাইন ডেস্ক)