‘টুইটারের বদলে শ্রীলঙ্কাকে কিনে নেওয়া উচিত ইলন মাস্কের’

চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে ক্ষুদেব্লগ টুইটারের বদলে শ্রীলঙ্কাকে কিনে নেওয়া উচিত মার্কিন ধনকুবের ইলন মাস্কের। সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা তাকে এমন পরামর্শই দিয়েছেন। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা।

এক টুইটার ব্যবহারকারী বলেন, ইলন মাস্ক, আপনার যদি কিছু কিনতে হয়, তবে শ্রীলঙ্কাকে কিনে নেন। টুইটারকে তার নিজের মতো ছেড়ে দিন।

সম্প্রতি সামাজিকমাধ্যমটি কেনার প্রস্তাব দিয়েছেন টেসলাপ্রধান ইলন মাস্ক। কোম্পানিটির শতভাগ অধিগ্রহণ করতে শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ ডলার দিতে রাজি আছেন তিনি। এতে টুইটারের মূল্য দাঁড়াবে চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

তবে ইলন মাস্ক স্বীকার করে নিয়েছেন, তিনি টুইটার কিনতে পারবেন কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। যদি তার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়, তবে বিকল্প কোনো পরিকল্পনা হাতে নেবেন।

এদিকে সামাজিক মাধ্যম টুইটার নিয়ে সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন তালালের মুখোমুখি দাঁড়িয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি এ নিয়ে কথার লড়াইও হয়েছে তাদের মধ্যে। মাস্কের কাছে টুইটার বিক্রি করতে অস্বীকার করেছেন সৌদি ধনকুবের।

সামাজিক মাধ্যমটি কিনে ইলন মাস্ক কী ধরনের পরিবর্তন ঘটাতে চাচ্ছেন, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, বিশেষজ্ঞরা মনে করেন, গুজবের বিরুদ্ধে লড়াইয়ে প্ল্যাটফর্মটি একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। ইতোমধ্যে যা বাস্তবায়ন করেছে টুইটার।

খুদে ব্লগটির সেন্সরশিপের বিরুদ্ধে যারা সরব, তাদের মধ্যে ইলন মাস্কও একজন। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক ওয়েন জোনস বলেন, বিরক্তিকর বিষয় হচ্ছে, বৈশ্বিক যোগাযোগ প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাচ্ছেন সৌদি প্রিন্স ও ইলন মাস্ক।

বৃহস্পতিবার টুইটার বলেছে, কোম্পানি ও স্টোকহোল্ডারদের সর্বাত্মক স্বার্থ মাথায় নিয়ে পদক্ষেপ নিতে ইলন মাস্কের পদক্ষেপ বিবেচনায় নেওয়া হবে। ফোর্বসের হিসাবে, ২৭ হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ আছে ইলন মাস্কের। শনিবার টুইটারের বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

এসএইচ-১২/১৭/২২ (অনলাইন ডেস্ক)