হাসপাতাল থেকে ছেলের লাশ নিতে ভিক্ষা করছেন বাবা-মা

হাসপাতালে পড়ে থাকা ছেলের মরদেহ নিতে ভিক্ষার থালা হাতে রাস্তায় রাস্তায় ঘুরছেন বৃদ্ধ মা-বাবা। হাসপাতালের এক কর্মচারী দম্পতিকে জানিয়েছে, ছেলের মরদেহ নিতে ৫০ হাজার টাকা ঘুষ লাগবে। আর ঘুষের টাকা জোগাড় করতেই ভিক্ষার পথ বেছে নিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুরে।

বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মহেশ ঠাকুর ও তার স্ত্রীর ভিক্ষা করার একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়। মহেশ বলেন, কদিন আগে আমাদের ছেলে নিখোঁজ হয়ে যায়। পরে একজনের ফোনে জানতে পারি সমস্তিপুরের সদর হাসপাতালে মরদেহ পড়ে আছে। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ৫০ হাজার টাকা না দিলে ছেলের মরদেহ ফিরে পাওয়া যাবে না।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের বেশির ভাগ স্বাস্থ্যকর্মীই চুক্তিভিত্তিক কর্মচারী। তারা সময়মতো বেতন পান না।

তাই বাড়তি আয় করতে তারা রোগীর স্বজনদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা আদায় করেন। আগেও এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।

সমস্তিপুর সদর হাসপাতালের চিকিৎসক এস কে চৌধুরী জানিয়েছেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা রেহাই পাবেন না। এটি মানব সমাজের জন্য লজ্জাজনক।

এসএইচ-০৮/০৯/২২ (অনলাইন ডেস্ক)