১৫ দিন পর পর শপিংয়ের শর্তে তরুণীর বিয়ে

বিয়ের আগেই নিজেরাই নিজেদের বিবাহিত জীবনের শর্ত নির্ধারণ করছেন। মালাবদলের পর সেই শর্তে স্বাক্ষর করেছেন বর-কনে। স্বাক্ষরের সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখা হয়েছে তিন কোটি বার। লাইক পড়েছে ১৭ লাখের বেশি।

মালাবদলের পরই বর-কনে একে অন্যকে ধরিয়ে দেন একগুচ্ছ শর্ত। একে অন্যকে ছাড়া পার্টি করা যাবে না। মাসে একদিনের বেশি পিৎজা নয়। একে অন্যের পাশে থাকব। বিপদ এলে রুখে দাঁড়াব। একসঙ্গে পথ চলার জন্য শুধু এসব শর্তকে যথেষ্ট মনে করছে না নতুন প্রজন্ম। তারা নিজেরাই নিজেদের বিবাহিত জীবনের শর্ত নির্ধারণ করছেন। বিয়ের আসরে সই করছেন মজার ছলে তৈরি সেই চুক্তিতে। এ বার এ রকমই এক ভিডিও ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, মালাবদলের পরেই একটি চুক্তিপত্র সই করতে বসে গিয়েছেন নতুন বর-কনে। চুক্তিপত্রে একে অন্যকে পর পর একাধিক শর্ত দিয়েছেন তারা। প্রথম শর্ত, মাসে একটাই পিৎজা খাওয়া যাবে। দ্বিতীয়, ঘরে যা রান্না হবে, কখনও তা খেতে অস্বীকার করা যাবে না। তৃতীয়, বাড়িতে সব সময় শাড়ি পরতে হবে। চতুর্থ, গভীর রাত পর্যন্ত পার্টি করা চলতে পারে, তবে শুধুই একে অন্যের সঙ্গে। পঞ্চম শর্ত, রোজ জিমে যেতে হবে।

এর পরের শর্তগুলোয় বরকে একটু চাপে ফেলে দিয়েছেন কনে। বলেছেন, প্রতি রোববার তাকে প্রাতরাশ তৈরি করে বৌকে খাওয়াতে হবে। প্রত্যেক পার্টিতে গিয়ে স্ত্রীর সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে। আর প্রতি ১৫ দিন পর পর শপিংয়ে নিয়ে যেতে হবে।

বর-কনের সই করার ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে। অনেক নারীই বলছেন, রোজ বাড়িতে শাড়ি পরা কখনওই সম্ভব নয়। অনেক পুরুষ আবার বলছেন, ১৫ দিন পর পর স্ত্রীকে শপিং করানো সম্ভব নয়।

এসএইচ-১৪/০৯/২২ (অনলাইন ডেস্ক)