পদত্যাগ করেছেন বিক্রমাসিংহে

পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। চলমান বিক্ষোভের মুখে শনিবার পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

এদিন এক টুইটার বার্তায় বিক্রমাসিংহে বলেন, ‘জনগণের নিরাপত্তা ও সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সুপারিশ মাথা পেতে নিয়েছি।

একটা সর্বদলীয় সরকার গঠনের পথ পরিষ্কার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’

এর কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর নেতারা চাইলে তিনি পদত্যাগ করতে ইচ্ছুক। এর মাধ্যমে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ করে দিতে চান তিনি।

শনিবার বিরোধী দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে নিজের মনোভাব প্রকাশ করেছেন।

এসএইচ-১৫/০৯/২২ (আন্তর্জাতিক ডেস্ক)