দিনমজুরকে সাড়ে ৩৭ লাখ রুপি বকেয়া আয়করের নোটিশ!

পেশায় দিনমজুর। দৈনিক গড় আয় ৫০০ রুপির মতো। সেই দিনমজুরকেই সাড়ে ৩৭ লাখ রুপি বকেয়া মেটানোর নোটিশ পাঠিয়েছে ভারতের আয়কর দফতর।

এই নোটিশ পাওয়ার পরই চোখ কপালে উঠেছে গিরিশ যাদব নামের ওই দিনমজুরের। গিরিশ বিহারের খাগরিয়া জেলার মাগৌনা গ্রামের বাসিন্দা। নোটিশ হাতে পাওয়ার পরই আলাউলি থানায় অভিযোগ দায়ের করেছেন গিরিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবদন অনুযায়ী, গিরিশের নামে থাকা একটি ‘প্যান কার্ড’ নম্বরের ভিত্তিতে তাকে এই নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। নোটিশে উল্লেখ করা হয়েছে, গিরিশ রাজস্থানভিত্তিক একটি সংস্থার সঙ্গে যুক্ত।

আর এখানেই চিন্তায় পড়েছেন গিরিশ। তার দাবি, তিনি দিল্লিতে ছোটখাটো কাজ করে দিনাতিপাত করেন। তিনি কখনও রাজস্থান যাননি।

গিরিশ আরও জানিয়েছেন, তিনি একবার এক ব্যক্তিকে প্যান কার্ড বানাতে দিয়েছিলেন। এর জন্য সমস্ত প্রয়োজনীয় নথিও তিনি ওই ব্যক্তিকে দিয়েছিলেন। তবে তিনি ওই ‘প্যান কার্ড’ কখনও হাতে পাননি।

আলাউলি থানার পুলিশ কর্মকর্তা পুরেন্দ্র কুমার বলেন, “গিরিশের অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা করে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে এটি জালিয়াতির ঘটনা বলে মনে হচ্ছে।”

এসএইচ-০৫/২৩/২২ (অনলাইন ডেস্ক)