বিশ্বকাপ খেলা দেখতে বাড়ি কিনলেন ১৭ বন্ধু

বিশ্বকাপ খেলা দেখার জন্য ২৩ লাখ রুপি দিয়ে বাড়ি কিনেছেন ১৭ বন্ধু। ভারতের কেরালা রাজ্যের মুন্ডক্কামুগল গ্রামের ‘ফুটবল পাগল’ বন্ধুরা মিলে বাড়িটি কেনেন।

বন্ধুদের একজন শফির পি এ বলেন, ‘ফুটবল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর একসঙ্গে হইচই করে খেলা দেখার আনন্দই আলাদা। সেকথা ভেবেই আমরা ১৭ বন্ধু একজোট হয়ে ২৩ লাখ রুপি দিয়ে বাড়িটি কিনেছি।

বাড়ির ভেতর ও বাইরে ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের পতাকা দিয়ে সাজানো হয়েছে। রয়েছে বিশ্বকাপের লোগো, মেসি-রোনাল্ডো-নেইমার-এমবাপ্পেদের ছবি।’

তিনি আরও বলেন, ‘খেলা দেখার জন্য একটি বড় টিভি কেনা হয়েছে। আমরা ১৫-২০ বছর ধরে একসঙ্গে খেলা দেখছি। নতুন কেনা বাড়িতে খেলা দেখার জন্য স্থানীয়দের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বাড়িতে আমাদের পরের প্রজন্ম একসঙ্গে খেলা দেখতে পারবে।’

এদিকে রোববার দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এর পর্দা উঠল। যেখানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ইকুয়েডর। দুটি গোলই করেন এনের ভ্যালেন্সিয়া।

এসএইচ-১৪/২১/২২ (অনলাইন ডেস্ক)