‘এক টাকায়’ ঈদ বাজার

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় সুবিধা বঞ্চিত, অনগ্রসরদের মাঝে ‘এক টাকার বাজার’ কর্মসূচি আয়োজন করেছে ‘আমাদের গাইবান্ধা’ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

ক্রমবর্ধমান বাজার মূল্যে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৪ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ১শ’ পরিবারকে দেওয়া হয় চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, আলু, পটল, পেঁয়াজ, মরিচ, করলা, বরবটি, পুঁইশাক, মসলা, দুধ ও মুরগি।

রোববার দুপুরে গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করা হয়।

সুবিধাভোগীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে কোনো পণ্যই কেনার সামর্থ্য হয় না নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের। তাই এক টাকায় অনেক কিছু পেয়ে খুশি তারা। পরিবার নিয়ে একদিন হলেও অনেক ভালো খেতে পারবেন।

‘আমাদের গাইবান্ধা’র সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম বলেন, গত বছরের মতো এবারও আমরা মানুষগুলোর পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি।

এসএইচ-২০/০১/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)