যুক্তরাষ্ট্রের সমর্থন কেন চাইলেন পারভেজ?

আবারও ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছেন পারভেজ মোশাররফ। আর তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যও চাইছেন তিনি। ফাঁস হয়ে যাওয়া এক ভিডিও থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এই বিষয় নিয়ে মার্কিন নেতাদের সঙ্গে গোপনে কথা বলছেন মোশাররফ। পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি সেই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন।

সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলছেন, ”আমাকে ফের ক্ষমতায় আসতে হবে। তার জন্য সমর্থন দরকার। তবে বাইরে নয়, গোপনে সমর্থন করতে হবে যাতে আবার জিতে যাই।”

একইসঙ্গে ওই ভিডিওতে তিনি বলছেন, আইএসআই’র জন্য তিনি লজ্জিত। লাদেনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি বলেই লজ্জিত বলে জানান মোশারফ। তবে তার দাবি, সিআইএ’র মত সংস্থাও ৯/১১-তে ব্যর্থ হয়েছিল। তাই আইএসআই’র লজ্জার বিশেষ কারণ নেই।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ। ২০১৬ সাল থেকে দুবাইতে রয়েছেন তিনি। চিকিৎসার নামে সেখানে যান তিনি, আর দেশে ফেরেননি।

এসএইচ-২৩/২৯/১৮ (আন্তর্জাতিক ডেস্ক)