ভারতে সোয়াইন ফ্লুতে দুই শতাধিক লোকের মৃত্যু

চলিত বছরের শুরুতেই পশ্চিম ভারতে সোয়াইন ফ্লুু রোগে আক্রন্ত হয়ে অন্তত ২শ ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে পরীক্ষায় আরও ৬ হাজার ৬০১ জনের শরীরে এ রোগের অস্তিত্ব পাওয়া গেছে। আনাদোলু এজেন্সি

দেশটির স্বাস্থ্য মন্ত্রী একটি স্থানীয় টিভিতে বলেন, উচ্চমাত্রার এই সংক্রামক (এইচ১এন১) রোগটির কারণে গত সোমবার ৩১জন মারা গিয়েছে এবং গত সাত দিনের মধ্যে ২ হাজারও বেশি রোগে আক্রান্ত্র হয়েছে।

দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) জানায়, রাজস্থান অঞ্চলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

যেখানে অন্তত ৮৫ জন মারা গিয়েছে এছাড়াও ভারতের রাজধানী দিল্লীতে গত সপ্তাহে ৪শ ৭৯জন এই রোগে আক্রান্ত্র হয়েছে যা আশেপাশের অঞ্চলের তুলনায় রেকর্ড সংখ্যাক ছিলো।

প্রসঙ্গত, রাজস্থান এবং নয়াদিল্লীসহ পশ্চিম ও উত্তর ভারতের অঞ্চলগুলোতে সাধরণত শীতকালে ডিসেম্বর-জানুয়ারি মাসে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

এসএইচ-১৬/০৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)