মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে ফ্রান্স

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফের ফ্রান্স ভারতের পাশে এসে দাঁড়াল৷ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হাঁটবে ফ্রান্স৷ ফরাসি বিদেশমন্ত্রক, আভ্যন্তরীণ মন্ত্রক ও অর্থমন্ত্রক যৌথ বিবৃতি দিয়ে এই খবর জানায়৷

সম্পত্তি বাজেয়াপ্ত করা ছাড়াও জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাসুদের নাম ইউরোপীয় ইউনিয়নের সন্দেহভাজন ব্যক্তির তালিকায় ঢোকানোর চেষ্টা চালিয়ে যাবে বিবৃতিতে জানায় ফ্রান্স৷

বিবৃতিতে ফ্রান্স সরকার জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে ভয়াবহ জঙ্গি হামলা হয়৷ ভারতীয় সেনার ৪০ জন জওয়ানের মৃত্যু হয়৷ জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে৷

এই সংগঠনকে ২০০১ সালে জঙ্গি সংগঠনের তকমা দেয় রাষ্ট্রসংঘ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্স সবসময় ভারতের পাশে আছে এবং থাকবে৷ তাই ফ্রান্স ঠিক করেছে মাসুদ আজহারের সম্পত্তি ফ্রিজ করা হবে৷

ফ্রান্স এদিন বিবৃতি দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকায় মাসুদ আজহারের নাম ইউরোপীয় ইউনিয়নের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউনিয়েনের অন্য দেশগুলির সঙ্গে আলোচনা করবে ফ্রান্স৷

এই ঘটনাকে ভারতের কূটনৈতিক জয় হিসাবে দেখছে আন্তর্জাতিক মহল৷ এবং আন্তর্জাতিক স্তরে আরও কোনঠাসা হল পাকিস্তান৷ এমন এক সময় এই খবর আসে যার দু’দিন আগে চিন রাষ্ট্রসংঘে মাসুদ আজহারের নাম আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার ক্ষেত্রে প্রবল বাধা দেয়৷

এসএইচ-১৭/১৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)