নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা খুৎবার আগে যা বললেন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার পর আজ শুক্রবার ছিল প্রথম জুমা। সন্ত্রাসী হামলার পর প্রথম এই জুমাকে স্মরণীয় করে রাখলো নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

জুমার নামাজের আগে হামলার শিকার আল-নূর মসজিদের পাশ্ববর্তী খেলার মাঠ ‘হ্যাগলে পার্কে’ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ও মুসলিমদের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয় এক স্মরণসভার। এতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়।

নারীদের অধিকাংশই মাথায় স্কার্ফ পরে এই সভায় যোগ দেয়। আবার অনেকের হাতে ছিল ফুল।

স্মরণসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যোগ দেন কালো স্কার্ফ পরে। এ সময় তিনি সংক্ষিপ্ত ভাষণে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “গোটা নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যথিত। আমরা সবাই এক।”

তিনি আরও বলেন, “আমরা হয়তো আপনাদের দুঃখটা নিয়ে নিতে পারছি না। কিন্তু আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী হতে পারি।”

একটি হাদিস উল্লেখ করে জাসিন্ডা বলেন, “আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যাথা অনুভূত হয়।”

এসএইচ-১০/২২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)