পাকিস্তানের আরো একটি সংগঠনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ আখ্যা দিলো যুক্তরাষ্ট্র

পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদের পর এবার ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ) কে মঙ্গলবার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এখন থেকে বিএলএ কে কোনোরকম সহায়তা দেয়াও অপরাধ হিসেবে গণ্য হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিএলএ একটি সশস্ত্র সংগঠন। এটি বেলুচিস্তানের সাধারণ নাগরিকদের ওপর হামলা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায়ই সংঘর্ষে জড়ায়।

একই সঙ্গে বেলুচিস্তানের যে সব গোষ্ঠী পাকিস্তানের আইনের বিরুদ্ধে লড়ছে তাদেরও আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান বিএলএর’র বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে ২০০৪ সাল থেকে। সম্প্রতি এটি চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহ ঘোষণা করে এবং কয়েকটি স্থাপনায় হামলা চালায়।

গত নভেম্বরেও করাচিতে চীনা কন্স্যুলেটে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করে। সংগঠনটিকে কে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করায় স্থানীয় আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা এর সম্ভাব্য সম্পদও বাজেয়াপ্ত হয়ে গেছে।

এসএইচ-২৫/০৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি, এক্সপ্রেস ট্রিবিউন)