৩৭০ ধারা বাতিলের আগে ও পরে কাশ্মীর

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। এই ধারায় জম্মু-কাশ্মীরকে বিশেষ স্বশাসিত মর্যাদা দেয়ার উল্লেখ রয়েছে। আর এই ধারা প্রত্যাহার করে নেয়ায় উত্তাল গোটা কাশ্মীর।

বিলটি সোমবার রাজ্যসভায় পাশ হয়েছে। বুধবার এটি লোকসভায় পাশ হলেই কাশ্মীর বিশেষ মর্যাদা হারাবে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লাদাখে কোনও বিধানসভা থাকবে না। ৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীর আগে যা ছিল, এখন যা হল * আগে বিশেষ মর্যাদা ছিল, এখন কোনও বিশেষ মর্যাদা নেই।

* আগে এখানকার বাসিন্দাদের দ্বৈত্ব নাগরিকত্ব ছিল, এখন এক নাগরিকত্ব।

* আগে আলাদা নিজস্ব পতাকা ছিল, এখন শুধুমাত্র ভারতের ত্রিবর্ণ পতাকা।

* আগে ৩৬০ ধারা (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৬০ (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।

* আগে ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।

* আগে অন্য রাজ্যের কেউ জমি কিনতে পারতেন না, এখন অন্য রাজ্যের যে কেউ জমি কিনতে পারবেন।

* আগে সংখ্যালঘু সংরক্ষণ ব্যবস্থা ছিল না, এখন সংখ্যালঘুরা সংরক্ষণের আওতায় আসবে।

* আগে তথ্যের অধিকার আইন কার্যকরী ছিল না, এখন তথ্যের অধিকার আইন কার্যকর হল।

* আগে বিধানসভার মেয়াদ ৬ বছর ছিল, এখন বিধানসভার মেয়াদ ৫ বছর। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলে কী হবে? * আইন-শৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রের হাতে থাকবে

* প্রয়োজনে আর্থিক জরুরি অবস্থা জারি করার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে।

এসএইচ-১৩/০৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)