ফিলিপাইনে ডেঙ্গুকে মহামারি ঘোষণা

ফিলিপাইনে এডিস মশা বাহিত রোগ ডেঙ্গুকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। চলতি বছরে দেশটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২২ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো ডিউক তৃতীয় এ তথ্য দিয়েছেন। তিনি আশা করছেন মহামারি হিসেবে ঘোষণা দেওয়ায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার উন্নতি হবে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভগের সঙ্গে বৈঠকে ফ্রান্সিসকো ডিউক বলেছেন, ‘যেখানে স্থানীয় সাড়া প্রয়োজন এবং মহামারি পরিস্থিতি মোকাবেলার জন্য স্থানীয় সরকারের ইউনিটগুলোকে তাদের জরুরি তহবিল ব্যবহার প্রয়োজন সেখানে জাতীয় মহামারি ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ফিলিপাইনে গত জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ৬২ জন ডেঙ্গু রোগীর সংখ্যা রেকর্ড করা হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা ৯৮ শতাংশ বেশি।

দুই বছর আগে ফরাসি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোফি পেস্টার সতর্ক করে দিয়ে বলেছিল কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গুর টিকার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এর পরিপ্রেক্ষিতে এই টিকা দেওয়া বন্ধ করে দেয় ফিলিপাইন সরকার। এর পরই দেশটিতে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

এসএইচ-১২/০৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)