পশ্চিমবঙ্গে এনআরসি হবে না দাবি মমতার

ভারতের আসামে এনআরসি(জাতীয় নাগরিক নিবন্ধন) হওয়ার পরে সব থেকে আতঙ্কে ভুগছেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ।

লোকসভা ভোটের পরে প্রথম উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয় দিলেন রাজ্যের মানুষকে।

সোমবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে কোনও এনআরসি হবে না। কোনও ভাগাভাগি করতে দেব না। তাঁর কথায়, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাদের পাহারাদার।

লোকসভা ভোটেও এনআরসি নিয়ে প্রচার চালিয়েছিল বিপদমান দুই দল, তৃণমূল এবং বিজেপি।

গত মার্চ মাসে আলিপুরদুয়ারের এক সভায় এসে অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, এর পরে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। যার জবাবে মমতা বারবার বলেছেন, কিছুতেই এই রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না।

এসএইচ-১৩/২২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)