সাংবাদিককে ১৮০ মিলিয়ন ডলার দিতে ইরানকে নির্দেশ

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ও তার পরিবারকে ১৮০ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত।

২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক এমন রুল জারি করেন।

গুপ্তচরবৃত্তির অভিযোগে জেসন রেজাইয়ান নামের ইরানি বংশোদ্ভূত ওই সাংবাদিককে ২০১৪ সালে গ্রেফতার করা হয়।

৫৪৪ দিন পর জেসন রেজাইয়ানকে মুক্তি দেয় ইরান। জেসন অভিযোগ করেছিলেন, কারাগারে তাকে শারিরীকভাবে হেনস্থা করা হয়েছে, ঘুমাতে দেয়া হয়নি, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দেয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের আদালতের এ রায় প্রতীকী রায়। তেহরানও এ বিষয়ে কোনো সাড়া দেয়নি এবং দেশটি এ অর্থ পরিশোধ করবে না বলেও মনে করা হচ্ছে।

এসএইচ-২০/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)