নো বল হলো ২১টা, আম্পায়ার দেখেননি ১টাও

এমন ভুতুড়ে কাণ্ড হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে। ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে হয়েছে মোট ২১টা নো বল। অথচ একটি নো বলও আম্পায়ারদের চোখে পড়েনি।

টিভি রিপ্লেতে একের পর এক নো বল দেখা গেলেও আম্পায়াররা একবারের জন্যও নো বলের সিদ্ধান্ত দেননি। যে ম্যাচের টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাইকেল গফ।

আর মাঠে আম্পায়ার হিসেবে ছিলেন দুই ইংলিশম্যান। তাদের চোখ ফাঁকি দিলো কিভাবে এটা নিয়ে হচ্ছে তুমুল আলোচনা।

এ দিকে দ্বিতীয় দিন শেষে ওয়ার্নারের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিন টস জিতে পাকিস্তান ব্যাটিং নেয়। এরপর পাক দল ২৪০ রানে অলআউট হয়েছে।

জবাবে দ্বিতীয় দিনের শেষ এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৩১২ রান তুলেছে । দ্বিতীয় দিনের খেলা শেষে অজিদের লিড ৭২ রানের। ওয়ার্নার সঙ্গে ৫৫ রান করে লাবুশানে ক্রিজে রয়েছেন।

এসএইচ-১৯/২৩/১৯ (স্পোর্টস ডেস্ক)