এডিবির নতুন প্রেসিডেন্ট জাপানের আসাকাওয়া

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট হলেন মাসসাতুগু আসাকাওয়া (৬১)। তিনি বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সোমবার বোর্ড অব গভর্নরদের সর্বসম্মতিক্রমে এডিবির দশম প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

এডিবির নবম ও বর্তমান প্রেসিডেন্ট টেকহিকো নাকাও একজন জাপানি। তিনি আগামী ১৬ জানুয়ারি এডিবির অফিস ত্যাগ করবেন। পরদিন ১৭ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বিশেষ উপদেষ্টার পাশাপাশি কর্মজীবনের প্রায় চার দশক জাপানের অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন আসাকাওয়া। ২০১২ থেকে ২০১৫ সালে টোকিও বিশ্ববিদ্যালয় এবং সাইতামা বিশ্ববিদ্যালয়ে ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত অধ্যাপনা করেন তিনি।

শিক্ষা জীবনে টোকিং বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি লাভ করেন আসাকাওয়া।

এসএইচ-২২/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)