একদিনেই ইতালিতে ৪৭৫ জনের মৃত্যু

ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণে বুধবার মারা গেছে আরও ৪৭৫ জন। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর মিছিলে শামিল হলো প্রায় ৩ হাজার মানুষ।

ইউরোপের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা ইতালিতে ৩৫ হাজার ৭১৩ জনের শরীরে করোনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৪ হাজার রোগী সেরে উঠেছেন। দেশটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি লম্বার্ডি অঞ্চলে। এখানে একদিনে সর্বোচ্চ ৩১৯ জন মারা গেছে।

চীনের পর করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে ইতালি। এই ভাইরাসের সংক্রমণে কমপক্ষে ৮ হাজার ৭৫৮ জন মারা গেছে, যাদের বেশির ভাগই চীনের নাগরিক। এ ছাড়া এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত অন্যতম দেশ ইরান।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) জানিয়েছে, ২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যাদের ৮০ ভাগই ইউরোপ ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

অনেক দেশ এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে। ইতালিসহ অনেক দেশে অবরুদ্ধ হয়ে আছে। শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।

এ দিকে এখন পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১৪ জন। এ ছাড়া স্বেচ্ছা কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।

এসএইচ-১২/১৯/২০ (আন্তর্জাতিক ডেস্ক)