কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা

করোনাভাইরাসের কারনে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা। এছাড়া আগামী মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন স্থগিত করেছে দেশটি।

শুক্রবার থেকে এই কারফিউ শুরু হয়েছে। দেশটির নির্বাচন কমিশন সংসদ নির্বাচন স্থগিত করার ঘোষণা দেওয়ার একদিন পরেই এ কারফিউ ঘোষণা প্রকাশিত হয়েছে যা ২৫ শে এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কমিশন জানিয়েছে যে নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে ২৫ শে মার্চের পরে।

গত ৩ দিনেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই গুণ বেড়েছে। ব

র্তমানে তা প্রায় ৭০ জন। সরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ইতালির চেয়েও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে।

এসএইচ-২২/২০/২০ (আন্তর্জাতিক ডেস্ক)