নিয়ম মেনে চলছে জীবাণুমুক্ত হওয়ার পদ্ধতি, তবু নেই কাস্টমারের দেখা

লকডাউনের জেরে বিশ্ব গেছে থমকে। আর এর মধ্যেই বন্ধ ভারতে অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ যৌনপল্লী সোনাগাছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জেরে যৌনকর্মীদের রাতের ঘুম উড়েছে।

আগে যেখানে প্রত্যহ ১৫,০০০ থেকে ২০,০০০ মানুষের ভিড় লেগে থাকতো, লকডাউনের জেরে সেটাই শূন্যে ঠেকেছে। তিনটি গলিতে বিভাজিত সোনাগাছিতে প্রায় ১২,০০০ যৌনকর্মীর বাস। এক কর্মী বিশাখা লস্করের কথায়, ‘করোনার থেকে এইচআইভি-ও ভালো ছিল।’

যৌন ব্যবসা বেআইনি হলেও ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় ১০মিলিয়ন যৌনকর্মীর বাস বলে জানাচ্ছে সূত্র। করোনা নিয়ে সচেতন হচ্ছেন যৌনকর্মীরা করোনা নিয়ে সচেতন হচ্ছেন যৌনকর্মীরা দুর্বার কমিটির প্রতিষ্ঠাতা ও প্রায় কয়েক দশক ধরে যৌনকর্মীদের নিয়ে কাজ করে চলা সেখানকার ডঃ স্মরজিৎ জানার আওতায় সোনাগাছির যৌনকর্মীরা করোনা নিয়ে সচেতন হচ্ছেন।

খরিদ্দারের প্রবেশ ও গমনের পূর্বে নির্দিষ্ট নিয়ম মেনে চলছে জীবাণুমুক্ত হওয়ার পদ্ধতি। যদিও লকডাউনের পর থেকে বন্ধ সবকিছুই, ফলে প্রশ্ন উঠছে সোনাগাছির ১০১টি ঘরে বন্দি যৌনকর্মীদের জীবন নিয়ে।

তবে সামাজিক মাধ্যমে যৌনকর্মীদের জন্য অর্থ সাহায্যও তুলছে কেউ কেউ

এসএইচ-১৯/১৪/২০ (আন্তর্জাতিক ডেস্ক)