মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্থান এই পাঁচ দেশের নাগরিকদের এবার পূর্ব মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির রাজ্য দুর্যোগ পরিচালনা কমিটি।

এর আগে মহামারির তৃতীয় ঢেউ শুরুর পর পূর্ব মালয়েশিয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটি ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার বরাতে সারাওয়াক রাজ্য বিপর্যয় পরিচালনা কমিটি (জেপিবিএন) বুধবার এ তথ্য জানিয়েছে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।

এদিকে, রাজ্যটিতে বুধবার দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৬৬ জনে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬৩ জন।

এছাড়াও রাজ্যটিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে রাজ্যের ৭টি এলাকাকে ২১ মে থেকে ৮ জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদে (ইএমসিসিও) ঘোষণা করা হয়েছে।

এসএইচ-০১/২৭/২১ (আন্তর্জাতিক ডেস্ক)