বাংলাদেশিরা ২১ জুন পর্যন্ত ইতালি যেতে পারবেন না

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

২১ জুন পর্যন্ত এই তিন দেশ থেকে কেউ ইতালি প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রোববার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার বাড়ানোর কথা জানায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভারতীয় ধরনে উদ্বিগ্ন ইতালি। তাই পূর্বসতর্কতার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

করোনার ভারতীয় ধরন মোকাবিলায় গত এপ্রিলের শেষে এসে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি।

এটি কার্যকর ছিল রোববার পর্যন্ত। ওইদিনই আবার এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটি।

এসএইচ-০৪/৩১/২১ (আন্তর্জাতিক ডেস্ক)