তিন সন্তান নীতিতে গেল চীন

শিশু জন্মহার কমার কারণে এখন থেকে তিনটি সন্তান নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বিবিসির খবরে বলা হয়েছে, এক দশকের শিশু জন্মহারের জরিপ থেকে এ সিদ্ধান্ত নিয়েছে চীন।

২০১৬ সালে দেশটি এক শিশু নীতি থেকে সরে আসে। এরপর থেকে দম্পতিরা দুটি করে সন্তান নিতে পারতেন। এরপরও দেশটি জন্মহারে অনেক নিচে পড়ে। তাছাড়া শহরে শিশুদের লালন পালনের ব্যয় অনেক দম্পতিকে সন্তান নিতে নিরুৎসাহিত করতো।

অবশেষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তিন সন্তান নেয়ার নীতি চালু করলেন। কারণ, দেশটিতে দ্রুত দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ফলে দেশটির মানবসম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব অর্থনীতিতে পড়ছে।

১৯৬০-এর দশকের পর সন্তান জন্মের হার দেশটিতে সবচেয়ে কম। ২০২০ সালে দেশটিতে ১ কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে। ২০১৬ সালে দেশটিতে ১ কোটি ৮০ লাখ শিশুর জন্ম হয়।

জাতীয় জরিপ ব্যুরো জানিয়েছে, দেশটিতে প্রজননের হার ১ দশমিক ৩। দেশটিতে সংখ্যা স্থিতিশীল রাখার জন্য যে জন্মহার থাকা প্রয়োজন, তার চেয়ে কম এই হার।

এসএইচ-১৩/৩১/২১ (আন্তর্জাতিক ডেস্ক)