কারাগারে আত্মহত্যাচেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের

কারাগারে

কারাগারে আটক বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিয়ানাইন আনেজ নিজের হাতের বাহু কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবারে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ দেশটির পুলিশের।

তার আইনজীবী নোরকা কোয়েলারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এমন খবর দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, সাবেক এই প্রেসিডেন্টের সহায়তা দরকার। এদিন চিকিৎসকেরা ভিতরে এসে দেখেন, তার হাত কাটা, রক্ত ঝরছে। তার হাত সেলাই করে দেওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালে দক্ষিণ আমেরিকার দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে চলতি বছরের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার দাবি করেছেন তিনি। কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন আনেজ। বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এডোয়ার্ডো ডেল ক্যাস্টিলো শনিবার বলেন, তিনি নিজেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

দেশটির পুলিশের বিশেষ অপরাধ-প্রতিরোধী ইউনিটের প্রধান ডাগলাস উজকুয়ানো বলেন, কারাগারের ভিতরে যা ঘটেছে, তার অর্থ দাঁড় করালে বলতে হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে নিয়ে আসা হয়েছে।

বুধবার তাকে কিছুক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে গত দুসপ্তাহে তাকে তিনবার হাসপাতালে নিতে হয়েছে। চিকিৎসকেরা বলেন, কারাগারে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন।

ডয়চে ভেলের খবরে বলা হয়, ইভো মোরালেস সমর্থকদের ওপর গণহত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০১৯ সালের অক্টোবরের নির্বাচনে সমাজতন্ত্রী নেতা ইভো মোরালেসের চতুর্থতম বিজয়ের পর দেশজুড়ে বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, নির্বাচনে জালিয়াতি করেছেন মোরালেস।

তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে জীবন শঙ্কা নিয়ে দেশ ছাড়লে রক্ষণশীল আনেজ ২০১৯ সালের নভেম্বরে ক্ষমতায় আসেন। নির্বাচন পরবর্তীতে মোরালেসসমর্থক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহিসংতায় ৩৭ জন নিহত হয়েছিলেন। ২০১৯ সালের নভেম্বরে দুটি ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। যার সঙ্গে আনেজকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।

এসএইচ-০৮/২২/২১ (আন্তর্জাতিক ডেস্ক)