হিজাব না পরা নারীদের ‘কাটা তরমুজ’-এর সাথে তুলনা করেছেন তালেবানের এক নেতা। ভাইরাল হওয়া এক ভিডিও-তে ওই তালেবান নেতা বলেছেন, হিজাব না পরা সব নারীরা আসলে ‘কাটা তরমুজ’। তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সচেতন নাগরিকরা।
গত আগস্ট মাসে যখন তালেবানরা আবার ক্ষমতা দখল করেছিল, তখন তারা জোর দিয়ে বলেছিল, আফগান নারীদের পূর্ণ সম্মান দেওয়া হবে। এমনকি পড়াশোনা এবং কাজেরও সুযোগ পাবেন তারা।
কিন্তু দিন যতই যাচ্ছে তালেবানকে তাদের পুরনো রুপে দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এক টকশোতে অংশ নিয়ে নারীদের প্রসঙ্গে তালেবান এক নেতা বলেন, হিজাব না পরা নারীরা হলো কাটা তরমুজ।
তিনি ওই টকশোতে বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা মেয়েরা হলো কাটা তরমুজ।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। ভিডিওটি আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ টা দেখেন এবং শেয়ার করেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তালেবানের বিরুদ্ধে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এসএইচ-১৩/১০/২১ (আন্তর্জাতিক ডেস্ক)