যেসব শর্ত পূরণ করতে হবে ওমরাহযাত্রীকে

করোনা মহামারি নিয়ন্ত্রণে যেসব দেশের ওপর কোনো বিধিনিষেধ নেই, সেসব দেশ থেকে আসা ওমরাহ পালনকারীদের যা যা করতে হবে, তার একটি তালিকা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার সৌদি বার্তা সংস্থা এসপিএ এক টুইটবার্তায় এমন খবর দিয়েছে।

এখন সৌদিতে যারা ওমরাহ ভিসা নিয়ে যাবেন, তাদের দেশটির অনুমোদিত টিকার অন্তত একটি ডোজ নেওয়া থাকতে হবে। এতে কোয়ারেন্টিন ছাড়াই তারা ওমরাহ পালন করতে পারবেন।

আর যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত টিকা দিয়ে যারা সৌদিতে ওমরাহ করতে যাবেন, তাদের অবশ্যই তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এসপিএ বলছে, কোয়ারেন্টিনের পর ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল জমা দিতে হবে ওমরাহযাত্রীদের।

যেসব দেশের বিরুদ্ধে সৌদি আরবের বিধিনিষেধ আছে, সেখান থেকে আসা ওমরাহযাত্রীদের অবশ্যই করোনার দুইডোজ নেওয়া থাকতে হবে।

এসএইচ-২৭/২৯/২১ (আন্তর্জাতিক ডেস্ক)