মোদি-জেলেনস্কির দীর্ঘ ফোনালাপ

ইউক্রেনের চলমান সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতীয় সরকারের সূত্র জানায়, দেশটির ক্রমবর্ধমান সংকট নিয়ে দুই নেতার মধ্যে ৩৫ মিনিট আলাপ হয়। ইউক্রেনের সুমি শহরে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে জেলেনস্কির সহযোগিতাও চেয়েছেন মোদি।

রুশ আগ্রাসনের ফলে শহরটিতে প্রায় অবরুদ্ধ প্রায় ৭০০ ভারতীয় শিক্ষার্থী। হামলা কারণে সেখানে সুপেয় পানির সংকট দেখা দেওয়ায়, জমে থাকা তুষার সংগ্রহ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকটের কারণে যে গভীর মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। একইসঙ্গে অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানান তিনি।

মোদির বরাতে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সংকট উত্তরণে ভারত সব সময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

দেশটিতে আটেক পড়া শিক্ষার্থীদের সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে দিল্লি। সুমিতে অবস্থানরত শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছোট নোটিশেই সেখান থেকে তাদের নিরাপদে বের করার প্রচেষ্টা চালানো হবে।

এসএইচ-১১/০৭/২২ (আন্তর্জাতিক ডেস্ক)