পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন সনজীদা খাতুন

শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ভারতের পদ্মশ্রী পুরস্কারে আগেই ভূষিত হয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ড. সনজীদা খাতুন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে মঙ্গলবার ড. সনজীদা খাতুনের হাতে সেই পুরস্কার তুলে দেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কারণে ২০২১ সালের ২১ নভেম্বর দেওয়া ভারতের এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ড. সনজীদা খাতুন।

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ড. সানজিদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে ২০২০ ও ২০২১ সালের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয়েছিল।

সনজিদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।

তিনি ১৯৬০ এর শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তার তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রসারে কাজ করছে।

এসএইচ-০২/৩০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)