শাহবাজের মন্ত্রিসভা কেমন হচ্ছে

নানা নাটকীয়তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগের (এন) প্রধান শাহবাজ শরিফ। এখন চলছে নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা। নিজ দলের পাশাপাশি ইমরান খানের পিটিআই ছেড়ে আসা রাজনৈতিক দলগুলো এতে প্রাধান্য পাবে বলে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে খবর ছাপা হচ্ছে।

পাকিস্তানের উর্দু ভাষায় প্রভাবশালী পত্রিকা ডেইলি জংয়ের প্রতিবেদনের বরাতে জিও নিউজ বলছে, শাহবাজের মন্ত্রিসভায় সব বিরোধী দলই প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারে।

বিভিন্ন সূত্রের বরাতে ডেইলি জং বলছে, মন্ত্রিসভায় ১২ মন্ত্রী নিয়ে শাহবাজের পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সংখ্যাগরিষ্ঠতা পাবে। এ ছাড়া বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সাতটি, ফজলুর রহমানের জমিয়তে উলেমা-ই-ইসলাম (এফ) পেতে পারে চার মন্ত্রণালয়ের দায়িত্ব।

খালিদ মকবুল সিদ্দিকীর মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-পি) দুটি মন্ত্রাণলয় পেতে পারে। এ ছাড়া আসফান্দিয়ার ওয়ালি খানের আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), নবাবজাদা শাহজাইন বুগতির জামহুরি ওয়াতান পার্টি (জেডব্লিউপি) এবং জাম কামাল খানের বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) পেতে পারে একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব।

পিএমএল-এনের নেতা খাজা আসিফ, সাদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়ম আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মালিক, রানা সানাউল্লাহ ও মুর্তজা জাভেদের মন্ত্রিসভায় যোগ দেয়ার জোর সম্ভাবনা রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মহসিন দাওয়ার ও আসলাম ভুটানি এবং পিএমএল-কিউয়ের তারিক বশির চিমারও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

সিনেটে সংসদ নেতার জন্য আজম নাজির তারারের নাম বিবেচনাধীন। সিনেট থেকে শেরি রেহমান অথবা মোস্তফা নওয়াজ খোখারকে মন্ত্রিত্ব দিতে পারে পিপিপি।

বিলাওয়াল ভুট্টো-জারদারি হতে পারেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। এই পদে বিবেচনায় আছেন তার দলের শাজিয়া মারির নামও।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে পিপিপি চেয়ারপারসন বলেছিলেন, নতুন সরকারে তার ভূমিকা নির্ধারণ করবে দল।

জমিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) তাদের দলের কাউকে বেলুচিস্তান বা খাইবার পাখতুনখোয়ার গভর্নর করার দাবি জানিয়েছে। যেখানে পাঞ্জাবের গভর্নর হতে পারে পিপিপি থেকে; এমকিউএম-পি থেকে গভর্নর পেতে পারে সিন্ধু।

এসএইচ-০৩/১২/২২ (আন্তর্জাতিক ডেস্ক)