সৌদিতে হাজিদের সঙ্গে বাংলাসহ ১৩ ভাষায় কথা বলবেন

চলতি মৌসুমের হজে সৌদি আরবের পাসপোর্ট অধিদফতরের মাঠকর্মীরা ১৩ ভাষায় কথা বলতে পারেন। অর্থাৎ, এসব ভাষায় তারা হজযাত্রীদের সঙ্গে আলাপ করবেন ও তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে পারবেন।

এর মধ্যে ইংরেজি, স্প্যানিশ, ইন্দোনেশিয়া, জাপানিজ, ফারসি, উর্দু, তার্কিশ, পর্তুগিজ ও বাংলা ভাষা রয়েছে। রোববার আরব নিউজ এমন খবর দিয়েছে।

জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বহুভাষী কর্মীদের মোতায়েন করা হয়েছে।

এ বছরের হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১০ লাখ মুসল্লিকে অনুমোদন দেয়া হয়েছে। দুই বছর করোনার বিধিনিষেধ থাকার পর এবার বিদেশিরা সৌদিতে হজ পালন করতে পারবেন।

২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে ২৫ লাখ মুসলমান অংশ নিয়েছিলেন। এরপর ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হয়। তখন মাত্র ১ হাজার মুসল্লিকে হজে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। পরের বছর করোনার পরিপূর্ণ টিকা দেয়া ৬০ হাজার মুসল্লি ইবাদতটি পালন করেন।

সৌদির বাইরে হজ পালনের অনুমোদন না দেয়ায় মুসলমানরা অসন্তোষ প্রকাশ করেন। যদিও হজের আয়োজন করা সৌদি সরকারের জন্যও সম্মানের বিষয়। ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত।

শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমান নর-নারীকে জীবনে একবার হজ পালন করতে হবে। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুজদালিফাসহ বিভিন্ন স্থানে গমন এবং অবস্থান করতে হয়।

আল্লাহর কাছে মুসলমানদের আনুগত্য প্রদর্শনের নাম হজ। যারা হজে যাবেন, ইবাদতটি সঠিকভাবে পালনে তাদের প্রশিক্ষণ নিতে হবে। সুরা হজ শুদ্ধ করে শিখবেন এবং এর বাংলা অনুবাদ ও তাফসির পড়বেন। হজসংক্রান্ত হাদিস, ফিকাহ ও বিভিন্ন বই পড়লে আরও ভালো হয়। হজের ফাজায়েল ও মাসআলা-মাসায়েল ভালোভাবে জানলে সঠিকভাবে হজ পালন করা সহজ হবে।

এসএইচ-১৮/১৯/২২ (আন্তর্জাতিক ডেস্ক)