চোর সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের জলপাইগুড়ির চাউলহাটি এলাকায় চোর সন্দেহে আব্দুস সালাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত‍্যার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে গ্রামবাসীর উপর্যুপরি গণপিটুনিতে সালাম নিহত হন।

আব্দুস সালাম বাংলাদেশের পঞ্চগড় জেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সালাম গত মঙ্গলবার রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে যান। এ সময় ওই গ্রামের স্থানীয়রা তাকে চোর সন্দেহে ধাওয়া করেন। সালাম সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগানে আশ্রয় নেন। গ্রামবাসী তাকে ধরতে সারা রাত চা বাগান ঘিরে রাখেন।

সকালে গ্রামের লোকজন একসঙ্গে বাগানে তল্লাশি চালিয়ে আব্দুস সালামকে আটক করেন। এ সময় গ্রামবাসীর উপর্যুপরি পিটুনিতে তিনি নিহত হন। এ ঘটনায় ভারতের রাজগঞ্জ থানা পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ‍্য পাওয়া যায়নি।

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, তিনি বিভিন্ন মাধ‍্যমে বিষয়টি জেনেছেন। নিহত সালাম একজন গরু ব্যবসায়ী। সালামকে ভারতে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ দেশে ফেরাতে বিজিবির সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি।

এসএইচ-১৭/২৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)