নেপালে ভূমিকম্পে ৬ মৃত্যু

নেপালের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে পাঁচ জন।

দেশটির জাতীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ১২ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল খাপটাড ন্যাশনাল পার্ক। এতে ঘরবাড়ি, রাস্তা ও বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ও ডোটি শহরের ডিস্ট্রিক্ট পুলিশপ্রধান ভোলা ভাট্টা জানিয়েছেন, নিহতদের সবাই পুরিচাউকি রুরাল মিউনিসিপলিটির গাইরা গাউন এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, নিহতদের সবাই তাদের বাড়ির ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। এদের মধ্যে রয়েছে একই পরিবারের তিন শিশু ও তাদের বাবা-মা। অন্য একজন প্রতিবেশী ব্যক্তি।

রাজধানী কাঠমান্ডুসহ প্রতিবেশীদেশ ভারতের কিছু অংশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। সেখানেও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএইচ-১৯/০৯/২২ (আন্তর্জাতিক ডেস্ক)