সৌদি মাতাবে মেয়েদের কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দীর্ঘকালের রক্ষণশীলতার ঐতিহ্য থেকে ধূমধাম করেই বেরিয়ে আসছে সৌদি আরব।

কয়েক বছর আগেও পুরুষ অভিভাবক ছাড়া যে দেশে নারীরা বাড়ির বাইরে যেতে পারতেন না, সে দেশেই এখন গাড়ি চালানো থেকে শুরু করে পার্টি-কনসার্টে নারীদের সরব উপস্থিতি।

এরই ধারাবাহিকতায় এবার সৌদি মাতাতে যাচ্ছে কোরিয়ান মেয়েদের জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। পপ, হিপ-হপ ও ট্র্যাপের মিশ্রণে নাচ ও গান গেয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ব্ল্যাকপিংক।

মঙ্গলবার এ খবর জানা গেছে আরব নিউজের এক প্রতিবেদনে।

২০২৩-এর ২০ জানুয়ারি রিয়াদ সিজনের থার্ডের অংশ হিসেবে ব্ল্যাকপিঙ্কের কনসার্ট হবে রাজধানী রিয়াদে।

গত ২১ অক্টোবর শুরু হওয়া রিয়াদ সিজনের এবারের আসরে প্রায় ২০ লাখ দর্শক যোগ দিয়েছে। ১৫টি এলাকায় কনসার্ট, নাটক, উৎসব, ফুড ফেস্টিভ্যাল এবং বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রিয়াদকেন্দ্রিক এই উৎসবটি।

রিয়াদ সিজন জানিয়েছে, ব্ল্যাকপিঙ্কের ফ্যানক্লাবের সদস্যরা ৮ নভেম্বর থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন প্রিয় ব্যান্ড দলের কনসার্টের। বাকি দর্শকদের টিকিটের জন্য অপেক্ষা করতে হবে ১১ নভেম্বর পর্যন্ত।

‘বর্ন পিঙ্ক’ শীর্ষক ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে রিয়াদ সিজনে যোগ দিতে যাচ্ছে ব্ল্যাকপিঙ্ক। এই ট্যুরে রিয়াদ ছাড়াও ম্যানিলা, আবুধাবি, কুয়ালালামপুর, জাকার্তাম ব্যাংকক ও হংকংয়েও তাদের কনসার্ট হবে।

ব্যান্ডের পক্ষ থেকে আশা করা হচ্ছে, পুরো বিশ্ব থেকে তাদের ভক্তরা এই ওয়ার্ল্ড ট্যুরে যোগ দেবে।

এসএইচ-২০/০৯/২২ (আন্তর্জাতিক ডেস্ক)