বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি যুক্ত হলো জাতিসংঘের সাধারণ পরিষদে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’, জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন আকারে যুক্ত করা হয়েছে।

বুধবার ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস-২০২৩’ শিরোনামে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৪তম অনুচ্ছেদে প্রন্তাব আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বক্তব্যটি ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর প্রথম ভাষণের ওপর ভিত্তি করে তৈরি করা হযয়েছিল, যেখানে বঙ্গবন্ধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সবগুলো দেশসহ মোট ৭০টি দেশ এই রেজুলেশনে কো-স্পন্সর করে।