পনেরো মিনিটের শহর: মানুষকে বন্দী করার ষড়যন্ত্র, নাকি মানব-সভ্যতার ভবিষ্যৎ

আপনি হয়তো ১৫ মিনিটের শহরের কথা শুনে থাকবেন। এটি হচ্ছে এমন ধরণের শহর, যেখানে আপনার প্রয়োজনীয় সবকিছু মাত্র ১৫ মিনিটের হাঁটাপথে বা সাইকেলের দূরত্বে।

যেখানে জীবন একদম সহজ, আর সবকিছু পরিবেশ-বান্ধব।

কিন্তু এধরণের নগর পরিকল্পনার বিরুদ্ধে অনেকে প্রশ্ন তুলছেন, এটি সম্পদ কিংবা বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নগরীকে বিভক্ত করে দেবে কিনা।

এই ১৫ মিনিটের শহরের পরিকল্পনার বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে, বিক্ষোভ পর্যন্ত হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে।

বিবিসির আনা হলিগান তার এই রিপোর্টে জানার চেষ্টা করেছেন আমাদের প্রাত্যহিক জীবনে গাড়ির ওপর নির্ভরতা কমানোর এরকম একটি সহজ সমাধানকে ঘিরে এই বিতর্ক কেন?

এসএ-৯/০৩/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)