গাজার আল-মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় বহু হতাহত

ফিলিস্তিনের মধ্য গাজার আল-মাঘাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির স্থানীয় সময় শনিবার গভীর রাতে চালানো এই হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ‘মধ্য গাজার আল-মাঘাজি শিবিরে হামলার পর ৩০টিরও বেশি মরদেহ ধইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতালে আনা হয়।’ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হামাসের পক্ষ থেকে বলা হয়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। শরণার্থী শিবিরটিতে হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

আল-মাঘাজি শরণার্থী শিবিরের পাশেই ৩৭ বছর বয়সী সাংবাদিক মোহাম্মদ আলালওলের বাড়ি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলা এজেন্সিতে কাজ করা এই সাংবাদিক বলেন, ‘আমার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ওই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’ মোহাম্মদ আলালওল বলেন, ‘এই হামলায় আমার ১৩ বছরের ছেলে আহমেদ, চার বছরের ছেলে কোয়াইশ ও ভাই মারা গেছে। আহত হয়েছে আমার মা, স্ত্রী ও আরও দুই সন্তান।’

হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘এই হামলার সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জড়িত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় হামাস। তাদের হামলায় এক হাজার ৪০০ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া ২৪০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানও শুরু করেছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ৯ হাজার ৪৮০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অধিকাংশ গাজার বাসিন্দা।

এদিকে, গোটা গাজা উপত্যকাকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেবি গাজায় থাকা সৈন্যদের দেখতে সেখানে গেছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট বলেন, ‘গাজায় চরম লড়াই করছে সশস্ত্র বাহিনী। আমাদের সৈন্যরা উত্তর ও দক্ষিণ থেকে নিজেদের অভিযান পরিচালনা করছে। তারা জনবহুল এলাকাগুলোতে প্রবেশ করে ফেলেছে।’

এসএইচ-০৮/০৫/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)