২০ বছরে ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল

এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম ফেভারিট মানা হচ্ছে ব্রাজিলকে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল যে ধরনের ফুটবল খেলেছে তা দেখে তাদের প্রতি বাজি ধরতে পারনে যে কেউই। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচের আগে ব্রাজিলকে চোখ রাঙ্গাচ্ছে অতীত পরিসংখ্যান।

ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের যাত্রা শুরু হবে। গত ২০ বছর ধরে বিশ্বকাপের নক আউটে কোনও ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে হয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ক্রোয়েশিয়াকে হারিয়ে নতুন ভাবে নিজেদের জাগরনের জানান দিতে চায় তিতের শিষ্যরা।