হিরো আলমকে কিছু বলিনি, মির্জা ফখরুলকে জবাব দিয়েছি

বগুড়া- ৪ আসনের উপনির্বাচনে পরাজিত প্রার্থী হিরো আলমকে নিয়ে আলোচিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হিরো আলম তাঁর বক্তব্যের লক্ষ্য ছিলেন না। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রামের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের জানাজা শেষে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছি। সে (হিরো আলম) প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছে। ভালো ভোটও পেয়েছে। তাঁর সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জবাব।’

বিএনপি ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১ ফেব্রুয়ারি। এর মধ্যে বগুড়া- ৬ ও বগুড়া- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া-৪ আসনের আওয়ামী আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে প্রায় হাজারখানেক ভোটে পরাজিত হন তিনি।

জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে হিরো আলম বলেছেন, তিনি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের আশ্রয় দেবেন।

হিরো আলমের পরাজয় নিয়ে বিএনপি মহাসচিবের এক প্রতিক্রিয়ার জের ধরে গত শনিবার রাজধানীতে এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলেন, রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠল ফখরুলের। ফখরুল ভেবেছিল, হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তারা তো নির্বাচন চায় নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ।’

এআর-০৯/০৬/০২ (ন্যাশনাল ডেস্ক)