রাজশাহীতে আমেরিকান কর্নার উদ্বোধন

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রাজশাহীতে ’আমেরিকান কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীন, ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিষ্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং আমেরিকান কর্নার রাজশাহীর সিনিয়র কো-অর্ডিনেটর ফাহমিদা আক্তার।

মার্কিন দূতাবাস জানায়, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনবদ্য ও প্রাণবন্ত এ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র এক্সচেঞ্জ কর্মসূচির প্রাক্তন শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ একত্রিত হয়েছিল। আমেরিকার কর্নারের লক্ষ্য জ্ঞান বিনিময়, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের বিস্তার ঘটানো এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক জোরদার করা।

দূতাবাস আরও জানায়, আমেরিকান কর্নারকে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে বই, ডিজিটাল উপকরণ, মাল্টিমিডিয়া বিষয়বস্তু ও অনলাইন ডেটাবেজসহ ব্যাপক ও বিস্তৃত পরিসরের বিষয়াদি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখানে শিক্ষার্থী, গবেষক ও উৎসাহী ব্যবহারকারীরা তাদের জ্ঞানের জগতকে সমৃদ্ধ করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হতে পারেন এবং তারা শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখে এমন প্রকল্পগুলোতে সম্পৃক্ত হতে পারেন।

এছাড়া আমেরিকান কর্নার ইংরেজি ভাষা শিক্ষা, উদ্যোক্তা, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) এবং আমেরিকান সাহিত্য ও ইতিহাসের মতো বিষয়কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি, কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ ধরনের কর্মকাণ্ডগুলো শুধু অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়ায় না, পাশাপাশি তাদেরকে বৈচিত্র্যপূর্ণ চিন্তাভাবনা এবং ধারণার গভীরে গিয়ে বিষয়গুলো উপলব্ধি করতে সহায়তা করে।

এআর-০২/১৮/০৯ (ক্যাম্পাস ডেস্ক)