ভারত থেকে এলো ১০০ টন আলু

আমদানির অনুমতির একদিন পর শনিবার (৩ জানুয়ারি) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। দুপুর ২টার দিকে আলুবোঝাই ভারতীয় একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত চার ট্রাকে ১০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, ভারত থেকে আমদানিকৃত আলুর কেজিতে খরচ পড়ছে মানভেদে ২০ থেকে ২২ টাকা। আমদানিকৃত এসব আলু খুচরা পর্যায়ে ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হবে।

এদিকে ভারত থেকে আলু আমদানির খবরে দূর দূরান্ত থেকে পাইকাররা আসতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে গত বুধবার আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছিল সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত হিলির ৫০ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

প্রসঙ্গত, ভরা মৌসুমে আলুর বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির অনুমতি দেয়।

এআর-০২/০৩/০২ (আঞ্চলিক ডেস্ক)