বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ হবে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে তেলের দাম নির্ধারণ করা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটা ফর্মুলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে এরই মধ্যে আমরা অনুমোদন পেয়েছি। সেটা আমরা এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করব।’

তিনি বলেন, ‘জ্বালানি কীভাবে সাশ্রয়ী রাখতে পারি, তা নিয়ে কথা হয়েছে। এরই মধ্যে আমরা ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ এ সপ্তাহ থেকে তেলের কথা যদি বলি, বিশেষ করে জ্বালানির দাম, ডায়নামিক প্রাইসের দিকে যাবে। আমরা আশা করছি, জ্বালানির ক্ষেত্রে একটা সাশ্রয়ী মূল্যে আমরা অ্যাডজাস্টমেন্টে (সমন্বয়) যেতে পারি।’

এ ছাড়া রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে যেখানে–সেখানে যাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা না হয়, সে বিষয়ে নজরদারি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি পেট্রলপাম্পে আমরা জিআইএস স্থাপন করেছি। সেগুলো আমরা লক্ষ্য করব।’

তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের একটা শঙ্কা থাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা নজরে রেখেছি। আপনারা জানেন, বাংলাদেশে তেলের দাম ডিজেল প্রতি লিটার ১০৯ টাকা। কলকাতায় সেটা ১৩৩ টাকা। কাজেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আমরা বিষয়টি জানিয়েছি। এখানে যদি আরেকটু সাশ্রয়ী হয়, তাহলে আরও বেশি তেল পাচারের শঙ্কা থাকে। বিষয়টি নজরদারির মধ্যে থাকবে।’

এআর-০২/০৫/০৩ (ন্যাশনাল ডেস্ক)