কোন রাশির সঙ্গীর সঙ্গে কোন রাশির ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়

কোন রাশির সঙ্গীর

কোন রাশির জাতকের সঙ্গে কোন রাশির জাতকের প্রেম বা বিয়ে টেকসই হয়? জেনে নেওয়া যাক।

মীন— বৃশ্চিক, কর্কট, বৃষ এবং মকর রাশির জাতকের সঙ্গে সম্পর্ক তৈরি হলে তা সুখকর হবে।

কুম্ভ— মিথুন, মেষ, সিংহ বা ধনু রাশির জাতকের সঙ্গে সম্পর্ক তৈরি হলে, তা সুখকর হবে।

মকর— বৃষ, কন্যা, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির সঙ্গে এদের সম্পর্ক তৈরি হলে, তা হবে মজবুত।

ধনু— মেষ, সিংহ, মিথুন, তুলা এবং কুম্ভ হল এই রাশির বন্ধু।

বৃশ্চিক— কর্কট, মীন, মিথুন, তুলা এবং কুম্ভ হল এই রাশির জাতকের আদর্শ পার্টনার।

তুলা— মিথুন, কুম্ভ, মেষ, সিংহ এবং ধনু রাশির জাতক এই রাশির জাতকের আদর্শ পার্টনার।

কন্যা— বৃষ, মকর, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির জাতকের সঙ্গে এই রাশির জাতকের বোঝাপড়া ভাল হয়।

সিংহ— মেষ, ধনু, মিথুন, তুলা এবং কুম্ভ রাশির জাতকের সঙ্গে সম্পর্কে জড়ালে অভিজ্ঞতা ভাল হতে পারে।

কর্কট— বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক এবং মীন রাশির জাতকের সঙ্গে এই রাশির জাতকের ভালবাসার বন্ধন মজবুত হয়।

মিথুন— তুলা, কুম্ভ, মেষ, ধনু এবং সিংহ রাশির জাতকের সঙ্গে এই রাশির জাতকের সম্পর্ক মজবুত হতে পারে।

বৃষ— কন্যা, কর্কট, মকর এবং মীনের মধ্যে সঙ্গী খোঁজা উচিত।

মেষ— সিংহ, ধনু, মিথুন এবং কুম্ভ রাশির জাতকের সঙ্গে এই রাশির জাতকের সম্পর্ক ভাল হয়।

আরএম-০৩/০৯/০২ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)